টাঙ্গাইল জেলার সকল থানার মাঝে সব থেকে বেশি অবহেলিত থানা হচ্ছে বাসাইল থানা ।
বাসাইল থানার প্রায় সকল রাস্তার বেহাল অবস্থা ।
টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে ২০১১ সালের ১৯ অক্টোবর তারিখে ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসেবে বাসাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় । ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয় । পৌরসভার আওতাভুক্ত অনেক রাস্তায় এখন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বাসাইল বাসীর জন্য ।
অনেক দিন যাবত বাসাইল থেকে কাঞ্চনপুর সৈদামপুর পাকা সড়কে ব্রিজের উপরিভাগে বিশাল গর্ত লক্ষ্য করা যায় । ছবিতে তার বর্তমান অবস্থা দেখানো হল ।এই ব্রিজ পৌরসভার আওতাভুক্ত । যে কোন সময় গর্তের জন্য একটা বড় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি । ব্রিজের গর্ত নিয়ে সামাজিক গনমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ।
স্থানীয় জনসাধারনের দাবী দ্রুত রাস্তার সংস্কার করা হোক । এই রাস্তা দিয়ে প্রতি দিন হাজার হাজার মানুষ বাসাইল বাজারে ,স্কুলে ,কলেজে যাতায়াত করে ।
তাই উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলর এর দৃষ্টি আকর্ষন করতেছি কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত একটি পদক্ষেপ নেয়ার জন্য ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন