টাঙ্গাইলের বাসাইলে ফিলিং স্টেশনসহ ৫ মিষ্টির দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । ১৭ অক্টোবর ২০১৭ মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় ।
এসময় উপজেলার কাশিল বটতলা এলাকার একেকে ফিলিং স্টেশন মালিককে ৫ হাজার টাকা,বাসাইল বাজারে ময়না মিষ্টান্ন ভান্ডারের মালিক জাহিদ হাসান মজনুকে ২ হাজার টাকা, বাসাইল বাসষ্ট্যান্ডের মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের মালিক ইন্তাজ আলীকে ১হাজার টাকা, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রদীপ কুমার সাহাকে ১ হাজার টাকা, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক বিপ্লবকে ১ হাজার টাকা, পোড়াবাড়ির চমচম মিষ্টান্ন ভান্ডারের মালিক ইব্রাহিমকে ১ হাজার টাকা জরিমানা করা হয় । উজনে হেরফের করার প্রমান পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন