বাসাইলে আনসার সদস্যদের ঘুষ ছাড়া ছুটি মেলে না


হাজিরা খাতা

আনসার সদস্যরা মাসে ৫ দিন ছুটি ভোগ করতে পারেন  । এই ছুটি নিতে গেলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের দিতে হয় ৪ থেকে ৫শ’ টাকা ঘুষ । টাকা না দিলেই তার কপালে ছুটি জুটে না । 

 ছেড়া দরখাস্থ 

আজ মঙ্গলবার ১৭ অক্টোবর ২০১৭
 বাসাইল সোনালী ব্যাংকে কর্মরত আনসার সদস্য সাদ্দাম হোসেন ছুটির জন্য গেলে দায়িত্বরত কর্মকর্তা রজব আলী তার ৫দিনে ছুটি মঞ্জুর করেন । অভিযোগ পাওয়া যায়, ঘুষের ৪শ’ টাকা দিতে অস্বীকৃতি জানালে  পরে দরখাস্থ ছিড়ে ফেলেন তিনি এবং হাজিরা খাতায় মঞ্জুরকৃত ছুটি কলম দিয়ে কেটে মুছে দেন ।
এ ব্যাপারে রজব আলী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছুটি বাতিল করা হয়েছে ।
ছুটি মঞ্জুরের আগে কেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানা হলো না এবং ছুটি দেয়ার পর আবেদন পত্র ছেঁড়া হলো কেন- জিজ্ঞেস করা হলে তিনি কোন সদৃত্তর দিতে পারেননি ।

অনুগ্রহ পূর্বক সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন ।

Share on Google Plus

About Tangail24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন