পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে ! এটা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ! আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী আরও পাল্টে যাবে ! ৭০ থেকে ৯০% ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে !
১৯৯৮ সালে KODAK কোম্পানি তে ১৭০,০০০ লোক কাজ করতো আর পৃথিবীর ৮৫% ফটো পেপার এই কোম্পানি তৈরী করতো ।এখন DIGITAL ফোটোগ্রাফি হওয়ার দরুন কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আর তার কর্মচারীরা বেকার হয়েছে !
১। UBER -শুধু একটা সফটওয়্যার কোম্পানি ! এদের নিজের কোনো ট্যাক্সি নেই ! তা সত্ত্বেও উবের পৃথিবীর সব চাইতে বড ট্যাক্সি কোম্পানি !
২। AIRBNB পৃথিবীর সব চাইতে বড হোটেল কোম্পানি কিন্তু এদের নিজেস্ব কোনো হোটেল নেই !
৩। আমেরিকায় উকিলদের দরকার ক্রমশঃ কমছে, কেননা এখন IBM -WATSON নামের এক সফটওয়্যার উকিলদের থেকে ভালো আইন উপদেষ্টা ! আগামী ১০ বছরে আমেরিকায় ৯০% উকিল কর্মহারা হবে আর যে ১০% টিকে থাকবে তারা সুপার স্পেশালিস্ট উকিল হবে !
৪। এই WATSON সফটওয়্যার মানুষের থেকে চারগুণ ভালো ক্যান্সার নির্ণয় করতে পারে ! ২০৩০ সালের মধ্যেই কম্পিউটার মানুষের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে !
৫।২০১৮ তে ড্রাইভার বিহীন কার রাস্তায় নামবে ! ২০২০ সালের মধ্যে এই কার পৃথিবীর যান বাহনের ম্যানেজমেন্ট একেবারে বদলে দেবে !
৬। আসছে ১০ বছরে ৯০% পেট্রল /ডিজেল কার রাস্তা থেকে উধাও হয়ে যাবে ! যা বাঁচবে সেগুলো ইলেকট্রিক কিংবা হাইব্রীড কার হবে ! পেট্রল এর ব্যবহার ৯০% কমে যাবে ! আরব তেল উৎপাদনকারীরা কর্মহীন হয়ে যাবে !
7। কার ড্রাইভারবিহীন হওয়ার দরুন ৯৯% দুর্ঘটনা কমে যাবে, ফলে ইন্সুরেন্স কোম্পানি গুলো আর থাকবে না !
8। ট্রাফিক আর পার্কিং সমস্যা নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে ! কেননা একটা কার ২০টা কারের মতো কাজ করবে !
নীচের ব্র্যান্ডগুলোর কথা ভাবুনঃ কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও এরা কেউই আর বাজারে নেই !
*HMT* (ঘড়ি), *BAJAJ* (স্কুটার), *DYNORA* (TV), *MURPHY* (রেডিও), *NOKIA* (মোবাইল) *RAJDOOT* (বাইক), and *AMBASSADOR* (কার)...
Klaus Schwab এর The Fourth Industrial Revolution বইটা পড়লে বুঝতে পারবেন কতটা পিছিয়ে আছেন আর সামনে পেশাগত জীবনের জন্য কিভাবে তৈরি হতে হবে!
সময়ের সাথে চলুন, আর নিজেকে আপডেট করুন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন