কক্সবাজারের উখিয়াতে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাগান হতে তাদের আটক করা করে র্যাব ।
কক্সবাজারের উখিয়াতে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটকর্যাব জানিয়েছে, রোববার দিবাগত রাতে মেজর রুহুল আমিনের নেতৃত্বে কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসংলগ্ন বাগানে অভিযান চালায় ।
এ সময় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার সময় ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয় ।
আটককৃতরা হলেন, আবু বকর সিদ্দিক (৩০), মোহাম্মদ আনোয়ার (২০), মোহাম্মদ ফারুক (২২), ইমরান হোসেন (২২) ও খায়ের মোহাম্মদ (২৫) ।
তারা সবাই মিয়ানমারের মুংডু এলাকার বাসিন্দা ।
রাখাইনে সেনা অভিযানের পর বাংলাদেশ পালিয়ে এসে কুতুপালং এবং পার্শ্ববর্তী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন ।
তাদের কাছ থেকে ৫টি রামদা আটক করা হয় ।
মেজর মো: রুহুল আমিন জানান, বিভিন্ন সময়ে তারা ডাকাতি করে আসছিল ।
এছাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ারও অভিযোগ এসেছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন