বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে পারবে চার দল । আর প্লে-অফের মাধ্যমে একটি । এ অঞ্চলে আজ অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচ । ১০ দলের অংশ গ্রহনে সব গুলো ম্যাচই ছিল মহা গুরুত্বপূর্ণ । জয়-পরাজয়ের হিসাব কষে সরাসরি বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে চারটি দল । দল গুলো হল:
ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বো । আর প্লে-অফের অপেক্ষা থাকতে হচ্ছে চিলিকে ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে ১৮ ম্যাচ খেলে ১২ জয়, ৫ ড্র ও ১ পরাজয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন । পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ছিল ৪১ । তারপই ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে । সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ৫ ম্যাচের পরাজয় নিয়ে বিশ্বকাপে উঠে উরুগুয়ে ।
এদিকে ইতিহাস গড়ে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের তৃতীয় স্থানে থেকে নিজেদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে মেসির আর্জেন্টিনা । দীর্ঘ ৮ দশক পর ইকুয়েডরের মাটিতে জয় পায় তারা । ১৮ ম্যাচে ৭ জয়, ৭ ড্র ও ৪ পরাজয় নিয়ে শেষ মুহূর্তে রাশিয়ার টিকিট কাটে সাম্পাওলির দল । তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে মেসিরা ।
অপরদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কলম্বো । ৭ জয়, ৬ ড্র ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট ।
এদিকে প্লে-অফে ভাগ্য ঝুলে আছে পেরুর । বিশ্বকাপে যেতে তাদের খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পেরুর অবস্থান ৫ এ ।
ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বো । আর প্লে-অফের অপেক্ষা থাকতে হচ্ছে চিলিকে ।
Brazil vs Argentina point 2018 world cup |
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে ১৮ ম্যাচ খেলে ১২ জয়, ৫ ড্র ও ১ পরাজয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন । পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ছিল ৪১ । তারপই ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে । সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ৫ ম্যাচের পরাজয় নিয়ে বিশ্বকাপে উঠে উরুগুয়ে ।
এদিকে ইতিহাস গড়ে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের তৃতীয় স্থানে থেকে নিজেদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে মেসির আর্জেন্টিনা । দীর্ঘ ৮ দশক পর ইকুয়েডরের মাটিতে জয় পায় তারা । ১৮ ম্যাচে ৭ জয়, ৭ ড্র ও ৪ পরাজয় নিয়ে শেষ মুহূর্তে রাশিয়ার টিকিট কাটে সাম্পাওলির দল । তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে মেসিরা ।
অপরদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কলম্বো । ৭ জয়, ৬ ড্র ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট ।
এদিকে প্লে-অফে ভাগ্য ঝুলে আছে পেরুর । বিশ্বকাপে যেতে তাদের খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পেরুর অবস্থান ৫ এ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন