নেইমারের ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন উড়িয়ে দিয়ে চিলিকে

২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম দল ব্রাজিল । গ্রুপ পর্বের ১৫ ম্যাচের মাথায় নিশ্চিত হয় তাদের বিশ্বকাপ টিকিট । পরের তিন ম্যাচই ছিল নিয়ম রক্ষার । তবে তার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলের পরের ৫ দলের ওপর । এছাড়া প্রভাব পড়েছে আর্জেন্টিনার উপরও। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেইমাররা ।
Brazil Vs chili


ম্যাচের প্রথমর্ধে গোলশূন্য থেকেই শেষ হয় । তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনেটে (৫৫) মিডফিল্ডার পলিনহো ব্রাজিল শিবিরে প্রথম গোলের দেখা পায় । ঠিক এক মিনিটের মাথায় আবারো লিড দ্বিগুণ করে স্বাগতিকরা । এবার ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস গোলে (৫৭ মিনিটে)  ২-০ এগিয়ে যায় ব্রাজিল । এতে দুই মিনিটে দুই গোলের দেখা পায় তিতের শিষ্যরা । আর দুইটি গোলই করিয়েছেন নেইমার ।

নির্ধারিত ৯০ মিনিটে ২-০তে এগিয়ে থাকে ব্রাজিল । ম্যাচ পরিচালক বাড়িয়ে দেয় অতিরিক্ত ৩ মিনিট । আর তা কাজে লাগিয়ে ৯২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস । তার জোড়া গোল গ্রুপ চ্যাম্পিয়নদের গোলের সংখ্যা আরো বাড়িয়ে দেয় ।

ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে স্বাগতিক ব্রাজিল । অপরদিকে পিছিয়ে থাকা চিলির দখলে ছিল ৩৯ শতাংশ ।

এবার দেখা হবে বিশ্বকাপ মঞ্চে । দেখা হবে শিরোপা লড়াইয়ের মঞ্চে । দেখা হবে ব্রাজিলের ছ’বারের বিশ্বকাপ ঘরে তোলার মঞ্চে ।
অপরদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের  চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে  কলম্বো । ৭ জয়, ৬ ড্র ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট ।
Share on Google Plus

About Tangail24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন