আজ ১২ অক্টোবর বৃহস্প্রতিবার বিকেলে বাসাইল পৌর ছাত্র আন্দোলনের পঞ্চম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম |
কাদের সিদ্দিকী বলেন ছাত্রদের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে আর ছাত্রদের মাধ্যমেই দেশ সমৃদ্ধ হবে । আমরা যখন ছাত্র ছিলাম তখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি । আমি আমার রাজনৈতিক পিতাকে যেমন অস্বীকার করিনা তেমনি শেখ হাছিনাকেও অস্বীকার করতে পারিনা ।
তিনি বলেন, তবে আমি তেল মারা পছন্দ করিনা আর ৪৫ বছরেও কাউকে তেল মারি নাই । মায়ানমারের নেতৃী সুচি তার দেশের রোহিঙ্গাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে যেমন ঘৃনিত হয়েছে যদি শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় না দিতো তেমনি ঘৃনিত হতেন ।
উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন আজকে ছাত্র সমাজের মেরুদন্ডহীন করা হয়েছে, লেখা পড়া করে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে । অস্ত্র কোন দিন মানুষকে শক্তিও দেয়না শান্তিও দেয়না । একমাত্র শিক্ষাই মানুষকে শান্তি, ভালবাসা, ত্যাগ ও প্রজ্ঞাবান করতে পারে । যদি ছাত্রদের মাঝে রাজনীতি থাকতো তাহলে দেশে ভালো নেতা তৈরী হতো ।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. কালাম মিয়ার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্টিত হয় ।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা,ছাত্র আন্দেলন কেন্দ্রীয় কমিটির আহবায় হাবীবুন নবী সোহেল,কৃষক শ্রমিক জনতালীগ টাঙ্গাইল জেলা শাখার নেত্রী মনোয়ারা মনি, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম,প্রমুখ ।
যুব আন্দোলনের আহবায়ক জাহাঙ্গির বিন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানটির শুভ উদ্ধোধন করেন কৃষক শ্রমিক জনতালীগ বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন