টাঙ্গাইলের বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাসহ ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলু সরকার (৪৮) খুশি মোহন সরকারের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে বাড়িতে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলুর স্বজনরা। এ সময় তার ভাতিজা দীপক সরকার ও ভাতিজি জামাই সুবল সরকার তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে নিলু সরকারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা নিলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিলু সরকার সিএনজি চালিত অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী সুন্দরী বলেন, সকালে বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় দীপকসহ কয়েকজনে মিলে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। হত্যাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, থানায় এখনও মামলা হয়নি। তবে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন