খেলাধুলা ডেস্ক: বর্তমান ফুটবল দুনিয়ায় মেসির ভক্ত সংখ্যা কত? সত্যিই এই প্রশ্নের কোনো উত্তর প্রয়োজন নেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকর তরুণদের তো বটেই বুড়োদেরও হৃদয়ে আসন গেড়েছেন ।
মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক চলছে । এটা চলবেও । কিন্তু তাই বলে তার ভক্তকুলকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই । সেই ভক্তকুলের কী হবে, যদি আগামী বিশ্বকাপটাই খেলতে না পারেন মেসি !
অনেকেরই মতে, মেসি হতে পারেন ফুটবলের পঞ্চম রাজা (ডি স্টেফানো, পেলে, ইয়োহান ক্রুইফ আর জিকোর পর)। কিন্তু এর জন্য একটা বিশ্বকাপের শিরোপা প্রয়োজন । বিশ্বকাপ খেলেছেন তিনটা আর্জেন্টাইন এ তারকা । এর মধ্যে দুইটাতে (২০১০ ও ২০১৪) ছিলেন প্রধানতম তারকা । গতবার তো ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে । কিন্তু বার বার ফাইনালে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন । অভিমানে তাই অবসরেও গিয়েছিলেন । আর্জেন্টাইনরা তো বটেই সারা দুনিয়ার ফুটবল ভক্তরা কঠোর আন্দোলনের মাধ্যমেই আবারও ফিরিয়েছেন মেসিকে । কিন্তু এই ফেরাটাই যে অর্থহীন হওয়ার পথে ! বিশ্বকাপ বাছাইপর্ব পাড়ি দিয়ে আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়ার আশাটা এখন টিম টিমে আলোর মতো জ্বলছে । হাতে ছিল আর মাত্র দুটি ম্যাচ । প্রতিপক্ষ পেরু এবং ইকুয়েডর । পেরুর বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব । কিন্তু পেরুর বিপক্ষে জিতলেই পারলো না । হেরে গিয়ে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ ।
আর্জেন্টিনা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা নিয়ে কঠিন শঙ্কায় পড়ল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন । শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে লিওনেল মেসির দল । এর ফলে আর্জেন্টিনা ১৯৭০ সালের পর আবার ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় থাকল ।
আর্জেন্টিনা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে । সেরা চার দল এখান থেকে সরাসরি খেলবে আগামী বছরের বিশ্বকাপে । পঞ্চম স্থানে থাকা দলকে চূড়ান্তপর্বে যেতে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ জিতে যেতে হবে চূড়ান্তপর্বে । আগামী ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ রয়েছে মেসিদের । পঞ্চম স্থান নিশ্চিত করতেও ইকুয়েডরকে অবশ্যই হারাতে হবে । আর সরাসরি খেলতে সেই ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে পেরু-কলম্বিয়ার ম্যাচের ফলের দিকেও
পেরুর বিপক্ষে ঘরের মাঠে আজকের ম্যাচ জিততে অবশ্য প্রাণপণ চেষ্টা করেছে আর্জেন্টিনা । বিশেষ করে দলটির বার্সা সুপারস্টার অধিনায়ক লিওনেল মেসি চেষ্টা করেছেন প্রাণপণ । কিন্তু সেসব চেষ্টায় সাফল্য পাননি মেসি । তাই তাদের পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয়েছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন