ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেড়েই চলেছে। গত পাঁচ মাসে ১০ কোটি ব্যবহারকারী বেড়েছে ইনস্টাগ্রামের। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে প্রতি মাসিক হিসেবে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৮০ কোটি ছাড়িয়েছে। ইনস্টাগ্রামের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ৫০ কোটি। এ বছরের এপ্রিল মাসে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলেছিল, তাদের ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে। তবে ওই সময় দৈনিক সক্রিয় ব্যবহারকারীর কোনো তথ্য জানানো হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের পথ ধরে ১০০ কোটি মাইলফলকের দিকে ছুটছে ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ্লিকেশনটি।
২০১৬ সালে জুন মাসে ৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছিল ইনস্টাগ্রাম। ওই বছরের ডিসেম্বরে তা ৬০ কোটি ছুঁয়ে যায়। স্ন্যাপচ্যাট নামের অ্যাপ্লিকেশনটির তীব্র প্রতিযোগিতার মুখে ইনস্টাগ্রামের ব্যবহারকারী বাড়ার ধারা অব্যাহত আছে। স্ন্যাপচ্যাট স্টোরিজের মতো ফিচার ইনস্টাগ্রাম ও ফেসবুকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ইনস্টাগ্রামের অফিশিয়াল ব্লগে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম বলেছেন, নিরাপত্তা ও সহনশীলতার প্রতিশ্রুতির কথা মাথায় রেখে নতুন টুল এনেছে ইনস্টাগ্রাম। নতুন টুল আসায় ব্যবহারকারীরা তাঁদের পোস্টে আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এ ছাড়া মন্তব্য সম্পাদনার সুযোগ আসবে। তথ্যসূত্র: এনডিটিভি।
About Tangail24
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন